October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 28th, 2022, 7:58 pm

ঘূর্ণিঝড় গ্রিড বিপর্যয়, বিদ্যুৎহীন কিউবা

অনলাইন ডেস্ক :

শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়ান কিউবার পশ্চিম প্রান্তে তা-ব চালানোর পর গ্রিডে বিপর্যয় দেখা দেয়ায় সমগ্র ক্যারিবীয় দ্বীপদেশটি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে প্রতিবেদনে বলা হয় বার্তা সংস্থা রয়টার্স।কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার রাতে দেশটির বৈদ্যুতিক গ্রিডে এ ভয়াবহ বিপর্যয়ের ঘটনা ঘটে।কয়েক দশক পুরনো কিউবার বৈদ্যুতিক গ্রিড কয়েক মাস ধরেই সমস্যা করছিল, দ্বীপদেশটির বেশিরভাগ অংশে লোডশেডিং তাই হয়ে উঠছিল দৈনন্দিন জীবনের অংশ।কিউবার ইলেকট্রিসিটি ইউনিয়নের প্রযুক্তিগত পরিচালক লাজারো গেরা বলেন, কিন্তু শেষ পর্যন্ত গ্রিডটি আর তিন মাত্রার শক্তিশালী ঝড় ইয়ানের ধকল নিতে পারেনি। এটি অকার্যকর হয়ে পড়ায় দ্বীপের এক কোটি ৩০ লাখ মানুষ একসঙ্গে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘূর্ণিঝড় ইয়ান বয়ে যাওয়ার সময়ও বেশ জটিল অবস্থার মধ্য দিয়ে গ্রিড সিস্টেম পরিচালিত হয়েছিল। কিন্তু এই মুহুর্তে দেশের কোনো অংশে বিদ্যুৎ নেই।তিনি জানান, যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ সরবরাহ শুরু করতে গত মঙ্গলবার রাতের পর বুধবারও (২৮ সেপ্টেম্বর) ইউনিয়নের কর্মীরা কাজ করছেন।