খুলনার তেরখাদা উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের তিন সহস্রাধিক ঘেরের পাড়ে সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছেন চাষিরা।
চাষ করা সবজির মধ্যে লাউ, শসা, করলা, চিচিঙ্গা, টমেটো, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, এমনকি তরমুজও রয়েছে।
জানা গেছে, ঘেরের পানিতে মাছ চাষ আর পাড়ে সবজি চাষ করে এসব এলাকার কৃষকেরা এখন স্বাবলম্বী। যদিও চলতি মৌসুমে অনাবৃষ্টির কারণে যেমন মৎস্য চাষ ক্ষতিগ্রস্থ হচ্ছে, তেমনি ঘেরের বেড়িতে শাক সবজির চাষও ব্যাহত হচ্ছে।
আজগড়া এলাকার আলী গাজী জানান, সবজি চাষ করে এলাকার কৃষকেরা ভালোই আছেন। সংসারের স্বচ্ছলতা ফিরিয়ে এসেছে।
আজগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায় বলেন, ইউনিয়নের নিম্নাঞ্চলগুলোতে শুধু ঘের আর ঘের। বিশেষ করে আমার ইউনিয়নের ১০ হাজার লোকের বসবাস। এর মধ্যে ৮০ ভাগ মানুষই ঘেরে মাছ ও সবজি চাষ করে থাকেন।
এ ব্যাপারে তেরখাদা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ঘের পাড়ে উৎপাদিত লাউ, করলা ও টমেটো ইতোমধ্যে উপজলার চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় বাজারজাত করা হচ্ছে। কৃষকেরা দামও ভালো পাচ্ছেন। এসব নিম্নাঞ্চলের মানুষের আয়ের একটা বিশাল অংশই সবজি চাষ থেকে আসে। তাছাড়া এই এলাকার সবজি জেলা শহরের সবজির চাহিদাও মিটিয়ে থাকে।
—ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি