October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 8th, 2022, 12:25 pm

চকরিয়ায় পিকআপ ভ্যানের চাপায় ৪ ভাইয়ের মৃত্যু

অনলাইন ডেস্ক :

শ্মশানে পূজা দিয়ে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় চার ভাইয়ের প্রাণ গেছে; আহত হয়েছেন একই পরিবারের আরও অন্তত তিনজন।

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে মালুমঘাট হাইওয়ে ফাঁড়ির এসআই শাফায়েত হোসেন জানান।

মৃতরা ওই ইউনিয়নের রিংবং এলাকার মৃত সুরেশ চন্দ্র দে’র ছেলে অনুপম দে (৪৭), নিরুপম দে (৪৫), দীপক দে (৪০) ও চম্পক দে (২৫)। আহতদের মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ, খবর বিডি নিউজ ২৪ ডটকমের।

এসআই শওকত বলেন, “ওই পরিবারের নয়জন ভোরে স্থানীয় একটি শ্মশানে পূজা দিয়ে বাড়ি ফিরছিলেন। রাস্তা পারাপারের সময় কক্সবাজার শহরের দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। তাদে ঘটনাস্থলেই এক ভাইয়ের মৃত্যু হয়। পরে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নেওয়ার পরে আরও তিন ভাই মারা যায়।”

মৃতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।