চট্টগ্রাম মহানগরের প্রসিদ্ধ কাপড়ের মার্কেট জহুর হকার্স মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এ ঘটনায় ৩০ থেকে ৪০টি দোকান আগুনে পুড়ে গেছে।
সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক নিউটন দাশ বলেন, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ৯টি গাড়ি ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
দোকান মালিকরা ধারণা করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
চট্টগ্রামের মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত আয়ের মানুষের পোশাক কেনার জনপ্রিয় গন্তব্য জহুর হকার্স মার্কেট শুক্রবার বন্ধ ছিল।
—ইউএনবি
আরও পড়ুন
ঢাকার সড়কে প্রতিদিন বিপুলসংখ্যক মামলা হলেও শৃঙ্খলার উন্নতি নেই
ভোলায় ধরা পড়ল সাড়ে ৬ মণ ওজনের হাউস মাছ
ইউএনওদের উপজেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তার বিধান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক: হাইকোর্ট