চট্টগ্রামের রাউজানে অটোরিকশার সঙ্গে একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) বিকাল ৩টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের তাপবিদ্যুৎ কেন্দ্রের পশ্চিমে পিকআপ ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত কাজী নাদের হোসেনের তৃতীয় ছেলে কাজী মমতাজ (৬৫) ও চতুর্থ ছেলে কাজী আক্কাস (৬০)। তারা দু’জনেই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন।
চুয়েট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করে বলেন, অটোরিকশা ও দ্রুতগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানায়, নিহত দুই ভাই চট্টগ্রাম তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন। কিন্তু কমিউনিটি সেন্টারের অদূরে দুর্ঘটনার শিকার হন তারা। এতে ঘটনাস্থলেই কাজী আক্কাসের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় মমতাজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
—-ইউএনবি
আরও পড়ুন
মিলাদুন্নবী উপলক্ষে শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারীর ন্যায়ের আহ্বান
রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
১ জুলাই-১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের