November 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 19th, 2023, 7:52 pm

চট্টগ্রামে আগুনে দগ্ধ হয়ে ৬ বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অগ্নিকাণ্ডে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

নিহত অরিত্রী চক্রবর্তী বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের বিডগ্রামের সঞ্জয় চক্রবর্তীর মেয়ে।

নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, সোমবার উপাসনালয়ে রাখা মোমবাতি থেকে কাপড়ের গায়ে আগুন লেগে পুড়ে যায় অরিত্রী। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করেন।

পোপাদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য কিশোর ভানজো তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

—–ইউএনবি