July 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 24th, 2024, 8:53 pm

চট্টগ্রামে এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার কর্মকর্তা পরিচয়ে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মমতাজ বেগম ও মুজিবুর রহমান নামে এক দম্পতিকে আটক করেছে র‍্যাব।

এ সময় তাদের কাছ থেকে ৯৬০ ইয়াবা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৩ মে) রাতে সীতাকুণ্ডের প্রেমতলা কলেজ রোড এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

শুক্রবার (২৪) বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র‍্যাব।

র‍্যাব জানায়, ইয়াবাসহ গোয়েন্দার সংস্থার পরিচয় দিয়ে প্রতারণা করায় এক দম্পতিকে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়।

র‍্যাব আরও জানায়, এসএসসি পাসের পর থেকে চাকরির জন্য চেষ্টা করে আসছিল মনজুর আলম। ২০২১ সালে ভাগনির বিয়েতে মমতাজ বেগমের সঙ্গে তার পরিচয় হয়। এসময় ভুক্তভোগী জানতে পারেন মমতাজ বেগম এনএসআই চট্টগ্রামের উপপরিচালক। মমতাজ ভুক্তভোগী মনজুরকে এনএসআইয়ে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন সময়ে ৩৪ লাখ ২৫ হাজার টাকা হাতিয়ে নেন।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শরীফ-উল-আলম বলেন, বৃহস্পতিবার সীতাকুণ্ডের প্রেমতলা কলেজ রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

—–ইউএনবি