November 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 3rd, 2021, 6:45 pm

চট্টগ্রামে কলেজছাত্রের লাশ উদ্ধার, এলাকাবাসীর বিক্ষোভ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনাকে পরিকল্পিতভাবে হত্যার দাবি করে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

এর আগে শনিবার (২ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলা সদরের ইছামতি এলাকা থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

নিহত আবদুল্লাহ আল মাসুম (১৮) আনোয়ারা ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. ইউছুপের ছেলে। স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী। নিহত মাসুমের গলা, কোমর ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয়রা জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদর থেকে একজনের মোটরসাইকেলের পেছনে বসে ইছামতি এলাকার দিকে যান মাসুম। রাত ২টার দিকে ইছামতি এলাকা থেকে পুলিশ মাসুমের লাশ উদ্ধার করে।

নিহতের বাবা মো. ইউছুপ বলেন,‘আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

–ইউএনবি