চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় একটি কার্টন কারখানায় বুধবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বলেন, ম্যাক পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড নামের এক কারখানায় ভোর ৫টা ১০ মিনিটের দিকে আগুন লাগে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় এক ঘণ্টা সময় লাগে।
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান তিনি।
—-ইউএনবি
আরও পড়ুন
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে তিন ভাইয়ের মৃত্যু
টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামে মৃতের সংখ্যা বেড়ে ২৩৩, নিখোঁজ শতাধিক
স্বৈরাচারের প্রতিষ্ঠিত গুম সংস্কৃতির সমাপ্তি ঘটাতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ: ড. ইউনূস