November 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 29th, 2024, 8:06 pm

চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার টেক্সটাইল মোড় এলাকায় একটি জুতার সোল কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।

শুক্রবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে সিম’স ফ্যাশনের একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানায়, কোরিয়ান গার্মেন্টসে আগুনের খবর পেয়ে দমকল বাহিনীর বায়েজিদ, আগ্রাবাদ ও চন্দনপুরার তিনটি স্টেশনের ৬টি ইউনিটের আগুন নির্বাপণে কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিস বায়েজিদ স্টেশনের ফায়ার ফাইটার শিবলি সাদিক বলেন, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে আগুনের খবর পেয়ে বায়েজিদ স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এরপর আগ্রাবাদ ও চন্দনপুরা স্টেশনেরও কয়েকটি ইউনিট যোগ দিয়েছে।

—-ইউএনবি