October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 12th, 2023, 7:52 pm

চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ১৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঠাকুরদীঘি বাজার এলাকায় সৌদিয়া পরিবহন ও পূরবী পরিবহনের বাস দুর্ঘটনার শিকার হয়।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় আহত যাত্রীদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি দোহাজারী হাইওয়ের থানার হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক মুহাম্মদ তৌফিক সেকান্দর জানান, বাস দুর্ঘটনায় আহত ১৫ জন নারী পুরুষকে এখানে আনা হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা অবনতি হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

—-ইউএনবি