October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, June 17th, 2023, 3:57 pm

চট্টগ্রামে নিজ ঘরে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় তরুণ ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জুন) রাত ৮টার দিকে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মনসা গ্রামের নিজ বাড়িতে এই ঘটনা ঘটেছে।

নিহত জাহাঙ্গীর আলম (২৭) এলাকার আইয়ুব আলীর ছেলে। তিনি ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের রাজধানীর ধানমন্ডি শাখায় কর্মরত ছিলেন।

ছয়মাস পূর্বে জাহাঙ্গীর আলম বিয়ে করেছিলেন। ঘটনার সময় তার স্ত্রী জেরিন আকতার তার বাবার বাড়িতে ছিলেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, নিজ ঘরে ওড়না গলায় দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জাহাঙ্গীরের লাশ উদ্ধার করা হয়।

রাতে পটিয়া হাসপাতাল থেকে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

পুলিশ ধারণা করছে যে পারিবারিক কলহের জেরে এই ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা করে থাকতে পারে।

পটিয়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইমদাদ হোসাইন জানান, রাত পৌনে ৯টার দিকে জাহাঙ্গীরকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এ সময় তাকে আমরা মৃত অবস্থায় পাই। নিহতের গলায় দাগ রয়েছে।

—-ইউএনবি