জেলার বাঁশখালী উপজেলায় পাহাড়ের একাংশ ধসে পাঁছ বছরের এক শিশু মারা গেছে। শুক্রবার (৩ ডিসেম্বর) বিকালে উপজেলার সরল ইউনিয়নে জঙ্গল পাইরাং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. সাইমন (৫) ওই এলাকার রশিদ আহমদের ছেলে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, বাড়ির উঠানে খেলছিল শিশু সাইমন। এ সময় বাড়ির পাশের একটি পাহাড়ের মাটির কিছু অংশ হঠাৎ করে ধসে পড়ে সাইমুনের ওপর। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
–ইউএনবি
আরও পড়ুন
স্বৈরাচারের প্রতিষ্ঠিত গুম সংস্কৃতির সমাপ্তি ঘটাতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ: ড. ইউনূস
বাংলাদেশে পানি ব্যবস্থাপনা ও সংরক্ষণে সহায়তা বাড়াবে চীন: সৈয়দা রিজওয়ানা হাসান
ভারতে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ গ্রেপ্তার ৫