October 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 2nd, 2021, 7:18 pm

চট্টগ্রামে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ, আটক ৭

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি :

চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়ি এলাকায় পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির সাত নেতা-কর্মীকে আটক করেছ পুলিশ।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ৪টার দিকে এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় পুলিশের লাঠির আঘাতে কয়েকজন নেতা-কর্মী ও একজন মিডিয়া কর্মী আহত হয়েছেন।

আটকতদের মধ্যে চারজন হলেন- উত্তর পাহাড়তলী বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, আকবর শাহ থানা বিএনপির সদস্য মোহাম্মদ হানিফ ও মো. আনোয়ার, বিএনপি নেতা মোহাম্মদ ইউসূফ।

নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান বলেন, নাসিমন ভবনের মাঠে নগর বিএনপির পূর্ব ঘোষিত প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ চলছিল। সমাবেশে যোগ দিতে নগরীর বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে আসার পথে কাজীর দেউড়ি এলাকায় পুলিশ হামলা চালিয়ে অন্তত ১০ জন নেতা-কর্মীকে আটক করেছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানান, পুলিশ কাজীর দেউড়ি এলাকা থেকে সাত জনকে আটক করেছে।

সিএমপির কোতোয়ালি জোনের এসি মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, কাজীর দেউড়ি মোড়ে বিএনপির মিছিল থেকে বিনা উস্কানিতে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর পুলিশ ধাওয়া করে। তারা পালিয়ে যাওয়ার সময় সাত জনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই বাছাই চলছে।