চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের ১২টি গাড়ি কাজ করছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে হোসাইন কমপ্লেক্সের পঞ্চম তলায় সাজ ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানায় এই আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে নগরীর আগ্রাবাদ, বন্দর ইপিজেডসহ বিভিন্ন স্টেশন থেকে প্রথমে ৪টি ইউনিটের ৮টি গাড়ি ছুটে যায়। পরে আগুনের তীব্রতা বাড়লে আরও ৪টি গাড়ি যোগ দেয়। এতেও আগুন নিয়ন্ত্রণে না আসায় ফায়ার সার্ভিসের আরও ৪টি ইউনিট এতে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক লিটন দাস বলেন, প্রায় দু’ঘণ্টা চেষ্টার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও এখনও ভবনের ভেতরে ঢোকা সম্ভব হয়নি। বাইরে থেকে আগুন নিয়ন্ত্রণ করা হচ্ছে। ভেতরে কেউ আটকা পড়েছে কিনা সেটা জানা সম্ভব হচ্ছে না।
কীভাবে আগুন লেগেছে ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি তিনি।
স্থানীয়রা জানায়, শুক্রবার সরকারি ছুটি থাকলেও সাজ ফ্যাশন নামের এ গার্মেন্টসটিতে পুরোদমে কাজ চলছিল। গার্মেন্টস ছাড়াও ৫তলা এ ভবনে বিভিন্ন ব্যাংক অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
চলতি অর্থবছরে রপ্তানির আয়ের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১২.৪০%: বাণিজ্য উপদেষ্টা
চাঁদপুরের ৬ উপজেলায় ৪৪টি কালভার্টসহ ১৯২ গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত
আগস্টে মূল্যস্ফীতি কমেছে ১.১৭ শতাংশ: বিবিএস