চট্টগ্রামের বোয়ালখালীতে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার রায়খালী আরাকান সড়কে এ ঘটনা ঘটে।
আহতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ছে। তবে তাৎক্ষণিকভাবে আহত, নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক দুর্ঘটনায় পাঁচজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাস ও সিএনজি অটোরিকশার দুর্ঘটনায় ঘটনাস্থলে চারজন নিহত হয়েছে। অপর একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। অন্যদিকে আহতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আহত ও নিহতরা সবাই সিএনজির যাত্রী ছিলেন। পুলিশ গাড়ি দুইটি জব্দ করেছে বলে জানান তিনি।
—ইউএনবি
আরও পড়ুন
ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন এলাকা ও কালিয়াকৈরে বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
তাপপ্রবাহের কারণে বৃহস্পতিবার মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে
খুলনা সিটি নির্বাচন: ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে বসানো হচ্ছে ২ হাজার সিসিটিভি ক্যামেরা