October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 18th, 2022, 8:19 pm

চট্টগ্রামে মাকে গুলি করে হত্যা: পলাতক ছেলে অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ায় মা জেসমিন আক্তারকে গুলি করে হত্যার পর পলাতক ছেলে মাঈনুদ্দিন মোহাম্মদ মাঈনুকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নুরুল আবছার।

তিনি বলেন, নিজ সন্তানের গুলিতে নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত ছেলে মাঈনুদ্দিন মোহাম্মদ মাঈনুকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা করা হয়েছে। এ ব্যাপারে আমরা র্যাব-৭ সিপিসি-৩ চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। সেখানে বিস্তারিত জানানো হবে।

এর আগে মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে পিতার রেখে যাওয়া সম্পত্তির ভাগভাটোয়ারা নিয়ে মায়ের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে পটিয়ায় পৌরসভার নিজ বাড়িতে ছেলে মাঈনুর গুলি করে তার মা, পটিয়া পৌরসভার সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের স্ত্রী জেসমিন আক্তার (৫০) গুলি করে হত্যার পর পরই সে পালিয়ে যায়।

এ ঘটনায় ওই রাতে পটিয়া থানায় মাঈনুকে একমাত্র আসামি করে বোন শায়লা শারমিন নিপা বাদী হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেন।

—-ইউএনবি