September 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 14th, 2023, 7:40 pm

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীসহ নিহত ২

চট্টগ্রামের রাউজানে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ফায়ার সার্ভিস কর্মীসহ ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টায় উপজেলার উরকিরচর ইউনিয়নের বইজ্জ্যাখালী গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন- জয় চৌধুরী (২৮) ও তার ফুফাতো ভাই অন্তু বিশ্বাস (২৬)। জয় চৌধুরী কাপ্তাই ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারকর্মী। অন্তু বিশ্বাস দোকান কর্মচারী ছিলেন। তাদের বাড়ি রাউজানে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন জানান, সড়কের এক পাশে একটি ট্রাক পার্কিং অবস্থায় ছিল। হঠাৎ একটি চলন্ত মোটরসাইকেল পেছন থেকে ট্রাককে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা ২ জন ছিটকে পড়ে আহত হয়।

তিনি আরও জানান, পরে আহত ২ জনকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর তাদের মৃত ঘোষণা করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

—-ইউএনবি