October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 6th, 2023, 7:05 pm

চট্টগ্রামে রাতে আরও একটি বাসে আগুন

চট্টগ্রাম মহানগরীর বায়োজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড় এলাকায় রেল বিট এর সামনে ঈশা পরিবহন নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার (৫ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে শহর এলাকার অজ্ঞাতনামা দৃস্কৃতকারীরা দাঁড়িয়ে থাকা যাত্রীশূন্য বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

সিএমপির বায়জীদ থানার ওসি ফেরদৌস জাহান জানান, রাতে কে বা কারা একটি বাসে আগুন দিয়েছে। পুলিশ ঘটনাস্থলে আছে। প্রথমে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপন করে। কারা আগুন দিয়েছে তাদের চিহ্নিত করে মামলা করা হবে বলেও ওসি জানান।

অক্সিজেন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মৃণাল মজুমদার বলেন,‘গাড়িটি ওই স্থানে রেখে চালক কোথাও গিয়েছিলেন। জায়গাটাও কিছুটা নির্জন। এই সুযোগ কাজে লাগিয়ে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পুড়ে যাওয়া ঈশা পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে রাউজান রুটে চলাচল করে।

এর আগে রবিবার হরতার অবরোধ শুরুর প্রাক্কালে ভোরে নগরীর পতেঙ্গা এলাকায় গার্মেন্ট শ্রমিকদের জন্য অপেক্ষায় থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

—-ইউএনবি