October 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 22nd, 2023, 7:32 pm

চট্টগ্রামে লাগেজ ভর্তি লাশের ৮ খন্ড উদ্ধার

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় থেকে লাগেজ ভর্তি অজ্ঞাতনামা ব্যক্তির লাশের ৮ খন্ড উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে পতেঙ্গার ১২ নম্বর ঘাট এলাকা ঝোঁপের ভেতর পড়ে থাকা লাগেজের ভেতর থেকে লাশের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়।

পুলিশ বলছে অন্য কোথাও হত্যা করে লাশ টুকরো করে লাগেজে ভরে এখানে এনে ফেলেছে। এ ব্যাপারে অনুসন্ধান শুরু করেছে পুলিশ।

ঘটনা নিশ্চিত করে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফতাব হোসেন বলেন, লাগেজে লাশের আটটি টুকরো পাওয়া গেছে। শরীর থেকে মাথা সম্পূর্ণ বিচ্ছিন্ন। তবে লাগেজে শরীরের অন্যান্য অংশ থাকলেও মাথা ছিল না। ধারণা করা হচ্ছে, কেউ তাকে হত্যার পর টুকরো টুকরো করে লাগেজে ভরে ফেলে গেছে। তিনি আরও বলেন, নিহতের পরিচয় এখনো জানা যায়নি। লাশের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য এবং ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

ওসি আরও জানান, যে স্থানে লাগেজটি ফেলে রাখা হয়েছিল সেটি মূল সড়ক থেকে একটু ভেতরে সরু গলিতে। হাত-পাগুলো আট টুকরো করে কেটে টেপ মুড়িয়ে লাগেজে ভরা হয়েছিল। লাগেজের ভেতর নিহত ব্যক্তির শার্ট এবং লুঙ্গিও রয়েছে। আমরা আইনগত প্রক্রিয়া শুরু করেছি।

—-ইউএনবি