October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 19th, 2023, 7:29 pm

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ফাইল ছবি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুইজনের মৃত্যু হয়েছে।

রবিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কেওচিয়া ইউনিয়নের ড্রিম হাউস কমিউনিটি সেন্টারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন- মোটরসাইকেল চালক বরিশালের উজিরপুর উপজেলার কাউরেখার স্বচিন্দ্র নাথ বৈরাগীর ছেলে মনমত বৈরাগী (৩৫) ও আরোহী চাঁপাইনবাবগঞ্জের ভোলারহাট উপজেলার বড়গাছির ইউনুছ আলীর ছেলে আরিফ হোসেন (৩৩)।

জানা গেছে, সকালে সাতকানিয়ার কেরানীহাট এলাকার বাসা থেকে মোটরসাইকেল যোগে লোহাগাড়ায় যাচ্ছিলেন পথে তারা। সাতকানিয়ায় বিপরীত দিক থেকে আসা মাছ বহনকারী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে মারা যানি আরিফ ও মনমত।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ ইরফান জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের উপস্থিত একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। একজন ঘটনাস্থলে মৃত্যু অপরজন হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, আমরা পিকআপটিকে জব্দ করে থানায় নিয়ে এসেছি। তবে চালক পালিয়ে গেছে।

—ইউএনবি