July 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 17th, 2023, 7:01 pm

চট্টগ্রাম চিড়িয়াখানায় এলো ‘জলপরি’

প্রাণী বিনিময়ের অংশ হিসেবে এবার চট্টগ্রাম চিড়িয়াখানায় এলো আরও একটি জলহস্তী।মঙ্গলবার (১৭ অক্টোবর) ভোরে চট্টগ্রাম চিড়িয়াখানায় পৌঁছেছে ৯ বছর বয়সী স্ত্রী জলহস্তী জলপরি।

এর মধ্য দিয়ে চিড়িয়াখানার ১২ বছর বয়সী একমাত্র পুরুষ জলহস্তী ‘লাল পাহাড়’ একজন সঙ্গী পেল।

২১ সেপ্টেম্বর লাল পাহাড়কে চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়েছিল।

চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন শুভ জানান, চট্টগ্রামের জেলা প্রশাসক ও চট্টগ্রাম চিড়িয়াখানা নির্বাহী কমিটির সভাপতির উদ্যোগে প্রাণী বিনিময়ের আওতায় চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে এক জোড়া বাঘ রংপুর চিড়িয়াখানায় এবং এর বিনিময়ে এক জোড়া জলহস্তী চট্টগ্রাম চিড়িয়াখানায় দেওয়ার সিদ্ধান্তে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব অনুমতি দেন।

তিনি আরও বলেন, এর আওতায় জেলা প্রশাসনের আওতাধীন চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে এক জোড়া বাঘ ১৯ সেপ্টেম্বর রংপুর চিড়িয়াখানায় পৌঁছে দেওয়া হয় এবং ২১ সেপ্টেম্বর সকাল ৮টায় এক জোড়া জলহস্তীর মধ্যে প্রথম ধাপে একটি পুরুষ জলহস্তী লাল পাহাড় (বয়স ১২ বছর) চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়।

এই কর্মকর্তা জানান, এর আগে অদল-বদল প্রক্রিয়ায় চট্টগ্রাম থেকে একটি সিংহী দিয়ে রংপুর চিড়িয়াখানা থেকে আনা হয়েছিল একটি সিংহ।

—-ইউএনবি