November 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 13th, 2022, 8:06 pm

চট্টগ্রাম টেস্টে নেই তাসকিন, সাকিবকে নিয়েও সংশয়

অনলাইন ডেস্ক :

ভারতের বিপক্ষে বুধবার থেকে শুরু হতে যাওয়া চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ একাদশে থাকছেন না পেস তারকা তাসকিন আহমেদ। এই ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে অধিনায়ক সাকিব আল হাসানকে ঘিরে আছে সংশয়। মঙ্গলবার সকালে হাসপাতালে গিয়ে স্ক্যান করাতে যাওয়া সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত হবে বিকেলে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। গত ৭ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে ভারতীয় পেসার উমরান মালিকের একটি বাউন্সার গিয়ে সাকিবের কাঁধে লাগে। এরপর তার এক্সরে করা হয়। তাতে কিছুই ধরা পড়েনি। তবে চোটের জায়গায় কালশিটে পড়ে গেছে। এরপর থেকে অনুশীলনে ব্যথা অনুভব করছিলেন সাকিব। ব্যথা না কমায় স্ক্যান করাতে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) তাকে আবার চট্টগ্রামের একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। হাসপাতাল থেকে মাঠে ফিরে সাকিব আধঘণ্টার মতো নেটে ব্যাটিং করেছেন। তার ব্যাটিং দেখে মনে হয়েছে, ইনজুরি গুরুতর নয়। অধিনায়কের বিষয়ে রাসেল ডমিঙ্গো বলেন, ‘আমরা এখনো তাকে পর্যবেক্ষণ করছি। মঙ্গলবার বিকেলে সিদ্ধান্ত নেওয়া হবে। নিশ্চিত করতে চাই যেন সে ঠিকঠাক আছে। পাঁজর ও কাঁধ নিয়ে এখনও একটু ভুগছে। তবে আশা করি সে (নেটে) কিছু বল খেলে ভালো অনুভব করবে। দেখা যাক, বিকেলে কেমন হয়। ‘অন্যদিকে পেসার তাসকিন আহমেদও চোট থেকে সুস্থ হয়ে উঠছেন। দল থেকে ওয়ার্কলোডের কিছু পরিকল্পনা তাকে দেওয়া হয়েছে। সেসব পূরণ করতে পারলেই কেবল প্রথম টেস্টে তাকে দেখা যাবে। তবে ডমিঙ্গো জানালেন, তাসকিনকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নন, ‘তাসকিনকে নিয়ে ঝুঁকি নেব না প্রথম টেস্টে। কিছুটা বিরতির পর ফিরেছে সে, ইনজেকশন নিতে হয়েছে। চট্টগ্রামে এমন কন্ডিশনে এক-দেড় দিন বোলিং করা, তার জন্য হয়তো ভালো হবে না। প্রথম ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হবে। ‘