October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 31st, 2022, 8:59 pm

চট্টগ্রাম বন্দরে বার্জের আঘাতে কন্টেইনারবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত

চট্টগ্রাম বন্দরের জেটিতে থাকা একটি কনটেইনার জাহাজকে ধাক্কা দিয়ে ফুটো করে দিয়েছে ‘মদিনা-৭’ নামের একটি বার্জ। ক্ষতিগ্রস্ত কন্টেইনার জাহাজটির নাম এমভি এক্সপ্রেস কোহিমা।

জাহাজটির এক বর্গফুটের বেশি ফুটো হয়ে গেছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৩১ মে) সকালে এমভি এক্সপ্রেস কোহিমাকে টিএসপি জেটিতে নেয়া হয়েছে মেরামত করার জন্য। এ সময় জাহাজটিতে ৯২ টিইইউস রপ্তানি পণ্যভর্তি কনটেইনার ছিল।

বন্দর সূত্র জানায়, সোমবার (৩০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে বার্জটি আঘাত হানে কনটেইনার জাহাজটিতে। এ সময় জাহাজটিতে ৯২ টিইইউস রপ্তানি পণ্যভর্তি কনটেইনার লোড করা হয়েছিল।

আঘাতের পর কনটেইনার লোড-আনলোড অপারেশন বন্ধ করে দেয়া হয়। ব্যালেন্সের জন্য জাহাজে আগে থেকে থাকা ১৩৭ টিইইউস কনটেইনার আনলোড করা হয়।

বন্দর কর্তৃপক্ষ বার্জটি আটকের পর জরিমানা করেছে।

এমভি এক্সপ্রেস কোহিমার স্থানীয় এজেন্ট সীকনের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, আমাদের জাহাজটি মেরামতের জন্য টিএসপি জেটিতে নেয়া হয়েছে। সেখানে সার্ভে করে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে। বার্জের আঘাত পানির লেবেল থেকে ওপরে হওয়ায় বড় বিপদ থেকে রক্ষা হয়েছে।

তিনি জানান, বুধবার (১ জুন) এমভি এক্সপ্রেস কোহিমা রপ্তানি পণ্যভর্তি কনটেইনার লোড শেষে বন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল।

—ইউএনবি