October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 8th, 2022, 6:56 pm

চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণের বার জব্দ, আটক ১

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার (৭ মার্চ) রাতে দুবাই ফেরত এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। এসময় তার কাছ থেকে সাতটি স্বর্ণের বার ও এক হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়।

আটক যাত্রী হলেন মোহাম্মদ আরমান উদ্দিন।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক একেএম সুলতান মাহামুদ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা শারজাহ থেকে আসা যাত্রীর ল্যাগেজ পরীক্ষা করে তার কাছে পাওয়া স্বর্ণের বার ও সিগারেট ডিএম মূলে আটক করে কাস্টমস হাউসের গুদামে জমা দিয়েছে। উদ্ধার করা এসব স্বর্ণ ও সিগারেটের মূল্য আনুমানিক ৫২ লাখ টাকা বলে জানায় কাস্টমস।

এ ঘটনায় মামলার প্রস্তুতি এবং আসামি হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।\

—–ইউএনবি