October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 26th, 2021, 12:52 pm

চতুর্থ ধাপে ৮৩৮ ইউপিতে ভোটগ্রহণ চলছে

ফাইল ছবি

সারাদেশে রবিবার চতুর্থ ধাপে ৮৩৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয় এবং কোনো বিরতি ছাড়াই চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এছাড়া কক্সবাজারের টেকনাফ, নরসিংদীর রায়পুরা ও পাবনার আটঘরিয়ায় পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

৩৩টি ইউপি ও তিনটি পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে।

ইউএনবির কুমিল্লা প্রতিনিধি জানান, জেলার তিনটি উপজেলার ২৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। ভোটগ্রহণ অবাধ ও সুষ্ঠু করতে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ, দিনাজপুর জেলার বীরগঞ্জ, কাহারোল ও খানসামা উপজেলার ২১টি ইউনিয়ন ও রাঙামাটির সদর ও নানিয়ারচর উপজেলার ১০টি ইউপিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছে।

এর আগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ব্যাপক সহিংসতা ও অনিয়মের ঘটনা ঘটেছে।

—ইউএনবি