অনলাইন ডেস্ক :
ওটিটি দুনিয়ার সুবাদে মারকুটে অভিনেতা নাসির উদ্দিন খানকে এখন সবাই চেনেন। যিনি অভিনয়ে যেমন অনবদ্য, হিংস্রতায় ততোধিক। যার সর্বশেষ নজির মিলেছে ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এ। সেই মোড় থেকে বেরিয়ে ২২ জুন রাতে দারুণ চমকে দিলেন এই অভিনেতা। হাজির হলেন রোম্যান্টিক অবতারে। কণ্ঠে রাগাশ্রয়ী প্রেমময় গান, দৃষ্টিতে প্রেমিক চাহনি, সামনে তার নববধূ সাজে শবনম বুবলী। একেবারে অন্যরকম এক প্রেমময় দ্যোতনা ছড়িয়ে দিলেন বুঝি মন্দ চরিত্রের তুখোড় অভিনেতা নাসির উদ্দিন খান। গানটির নাম ‘হৃদয় দিয়ে’।
নির্মাতা চয়নিকা চৌধুরীর ঈদের সিনেমা ‘প্রহেলিকা’ আগেও আলোচনায় এসেছে গান দিয়ে। ‘মেঘের নৌকা’ নামের সেই গানে মুগ্ধ করেছেন মাহফুজ আহমেদ ও শবনম বুবলী। এবার ‘হৃদয় দিয়ে’ গানের মাধ্যমে নাসির উদ্দিন খানের সঙ্গে রসায়নে মজেছেন বুবলী! গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। নিজের সুর-সংগীতে গানে কণ্ঠ দিয়েছেন কিশোর দাস, সঙ্গে আছেন স্বরলিপি। এ গানের সংশ্লিষ্টদের সবার প্রতি মুগ্ধতা জানিয়ে নির্মাতা চয়নিকা চৌধুরী বললেন, ‘‘আসিফ ভাইয়ের এত সুন্দর কথায় কিশোর আর স্বরলিপির গান। কী সুন্দর গলা। নাসির উদ্দিন খানের কথা আর কী বলবো! কী চেষ্টা তার ভালো করার। বুবলীকে বললাম, তাকে এভাবে কেউ দেখেনি আগে। আমাদের ‘প্রহেলিকা’ যেন জয়ী হয়। প্রার্থনা করবেন প্লিজ।
সবাই অবশ্যই ছবিটি দেখতে যাবেন।” এদিকে গানটির গায়ক ও সংগীত পরিচালক কিশোর দাস বলেছেন, “কিছু গান থাকে, যেটা ঠিকঠাক হতে ভাগ্য লাগে। ‘হৃদয় দিয়ে’ গানটাও তেমনই। গানটি কাছের মানুষ যারা শুনেছেন, প্রত্যেকের কাছ থেকে উৎসাহ, প্রশংসা পেয়েছি।” উল্লেখ্য, নির্মাণযজ্ঞ শেষে ‘প্রহেলিকা’ ক’দিন আগেই চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। ফলে মুক্তিতে আর কোনো বাধা নেই। সব ঠিক থাকলে এই ঈদে প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি। রঙ্গন মিউজিক প্রযোজিত এই ছবিতে মাহফুজ, বুবলী ও নাসির উদ্দিন ছাড়াও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত আলী, সাবিহা জামান প্রমুখ।
আরও পড়ুন
বাংলাদেশ-ভারত সিরিজে ধারাভাষ্য দিবেন তামিম
কন্যাসন্তানের মা-বাবা হলেন দীপিকা-রণবীর
বিলিয়নিয়ার হলেন সেলেনা গোমেজ