December 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 16th, 2022, 9:08 pm

চমকে দেওয়ার দিনটিই ছিল বাপ্পিজির সঙ্গে শেষ দেখা: রুনা লায়লা

বলিউডের কিংবদন্তী সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ির মৃত্যুতে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও নেমেছে শোকের ছায়া। দেশের কিংবদন্তি গায়িকা রুনা লায়লার সঙ্গে প্রয়াত তারকার ছিল পারিবারিক সম্পর্ক। শুধু তাই নয়, এক সঙ্গে কাজ করেছেন তারা।

বাপ্পী লাহিড়িকে নিয়ে গণমাধ্যমে স্মৃতিচারণ করেছেন রুনা লায়লা। তিনি বলেন, ‌‘বাপ্পী লাহিড়ির সংগীতে বলিউডের সিনেমায় আমি দুটি গান করেছি। প্রথমটি ১৯৭৯ সালে ‌‘জান এ বাহার’, অন্যটি ১৯৮৪ সালে ‌‘ইয়াদগার’ সিনেমায়। সেই থেকে বাপ্পিজির সঙ্গে পরিচয়।’

২০১৮ সালে রুনা লায়লার জন্মদিনে কলকাতায় এসে চমকে দিন বাপ্পী লাহিড়ি। সেই ঘটনা বলতে গিয়ে রুনা লায়লা বলেন, ‌‘সেই বছর আমি ও আলমগীর সাহেব কলকাতার একটি হোটেলে ছিলাম। জন্মদিনে বাপ্পিজি আমাকে চমকে দিলেন। আমরা যে হোটেলে ছিলাম সেখানে বাপ্পিজি তার স্ত্রীকে নিয়ে উঠেছিলেন। প্রথম ফোন দিয়ে শুভেচ্ছা জানালেন। এরপর দেখি ফুল আর কেক নিয়ে আমাদের রুমে হাজির। আমরা চারজন জন্মদিন উদযাপন করলাম। সেদিন অনেক আড্ডা হয়েছে। আমাকে চমকে দেওয়ার দিনটিই ছিল বাপ্পিজির সঙ্গে শেষ দেখা।’

ব্যক্তি বাপ্পি লাহিড়ি প্রসঙ্গে রুনা লায়লা আরও বলেন, ‌‘বাপ্পিজি ছিলেন আমার বন্ধু। শুধু আমার নয়, তার সঙ্গে পরিচিত সবার প্রিয় মানুষ তিনি। সবসময় হাসি ও মজার মধ্যে থাকতে পছন্দ করতেন।’

—ইউএনবি