November 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 4th, 2021, 6:48 pm

চমকে যাওয়া লুকে লারা

অনলাইন ডেস্ক :

‘বেল বটমে’ লারা দত্তের লুক দেখে চমকে ওঠেন নেটিজেনরা। লারা দত্ত যেভাবে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর লুকে হাজির হয়েছেন, তা দেখে অনেকেই চমকে উঠেছেন। শুধু তাই নয়, লারা দত্তের লুক নিয়ে নেটিজেনদের মধ্যে জোর চর্চাও শুরু হয়ে গিয়েছে। ১৯৮৪ সালের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। প্লেন হাইজ্যাককে কেন্দ্র করেই ছবির গল্প।অপারেশন ব্লুস্টার হয়, হত্যা করা হয় ইন্দিরা গান্ধীকে। ৪৬ বছর বয়সী অভিনেত্রীর কথায়, পর্দায় ইন্দিরা গান্ধীর চরিত্রকে ফুটিয়ে তোলা একটা বিশাল গুরু দায়িত্ব। তাঁর অঙ্গভঙ্গি আয়ত্ত করাটাই সবথেকে বড় চ্যালেঞ্জের। বেল বটমে লারা দত্তের লুক দেখে ট্যুইটারে একের পর এক মন্তব্য উঠে আসতে শুরু করে। এই সিনেমার জন্য লারা যেভাবে নিজেকে পালটে ফেলেছেন, তা দেখে অবাক অনেকেই। ছবিতে প্রথমবার ফুটে উঠবে অক্ষয় কুমার ও বাণী কাপুরের রোম্যান্স। সাড়ে তিন মিনিটের এই ট্রেলারে অক্ষয়কে দেখা যাচ্ছে, একজন আন্ডারকভার এজেন্টের ভূমিকায়। ২০১৯ সালে ছবি তৈরির কথা ঘোষণা করেছিলেন। পরিচালক রঞ্জিৎ এম তিওয়ারি এবং ছবির গোটা টিম একেবারেই চাইছিলেন না, এই ছবিকে ওটিটিতে রিলিজ করতে। আগামী ১৯ অগস্ট ২উ-র পাশাপাশি ৩উ-তে মুক্তি পাবে এই পিরিয়ড ছবি।