October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 23rd, 2023, 7:41 pm

চরিত্রবান স্বামী চান অহনা

অনলাইন ডেস্ক :

নাটকপাড়ায় কান পাতলেই শামীম-অহনার প্রেমের গুঞ্জন শোনা যায়। দুজনে একসঙ্গে একটার পর একটা নাটকে অভিনয় করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় এবার ‘চরিত্রবান স্বামী চাই’ নামের নাটকে অভিনয় করেন এই দুই তারকা। এতে দেখা যাবে অহনা চরিত্রবান স্বামী চাচ্ছেন। আসছে ঈদ উপলক্ষে নির্মিত এই নাটকটি পরিচালনা করেছেন অমিত হাসান। নাটকটিতে শামীম হাসান সরকার ও অহনা রহমান ছাড়াও আরো অভিনয় করেছেন ফখরুল মাসুম বাশার, সপ্নীল সাথী, নূর এ কাঞ্চন, সিদ্দিক মাস্টার, মুহিত তমাল, প্রহর সরকার, সানজিদা মিতুসহ অনেকে। গোল্লাছুট প্রোডাকশনের ব্যানারে মহিন খানের রচনায় এটি প্রযোজনা করেন শাহীন কবির টুটুল।