October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 19th, 2022, 7:59 pm

চলচ্চিত্রের উন্নয়নে ঈদের পর নতুন কমিটি: আলমগীর

অনলাইন ডেস্ক :
চলচ্চিত্রের উন্নয়ন ও দ্বন্দ্ব দূর করতে গত ফেব্রুয়ারিতে নতুন করে একজোট হয়েছিল সিনে সংগঠনগুলো। যেখানে ১৮ সংগঠন অংশ নিয়ে আহ্বায়ক হিসেবে ঘোষণা করা হয় নায়ক-প্রযোজক-পরিচালক আলমগীরকে। তবে এরপর চলচ্চিত্রের উন্নয়নে দৃশ্যত কোনও পদক্ষেপ চোখে পড়েনি। নতুনভাবে এতে যুক্ত হয়েছে বাংলাদেশ প্রদর্শক সমিতি। অন্যদিকে আলমগীর জানালেন, চলচ্চিত্রের উন্নয়নে এবার নতুন একটি কমিটি গঠন করা হচ্ছে। যা তৈরি হবে আগামী ঈদের পর। গত সোমবার বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি আয়োজিত ইফতার পার্টিতে অংশগ্রহণ শেষে তিনিএ তথ্য দেন। আলমগীর বলেন, ‘আমরা সবাই মিলে যদি কাজ করি তবে অবশ্যই চলচ্চিত্রের উন্নয়ন হবে। কী করলে চলচ্চিত্রের উন্নয়ন হবে, তার জন্য ঈদের পরে ১৯টি সংগঠন বসবো। তখন একটি কমিটি গঠন করা হবে যে, কী কী কাজ, কীভাবে করলে চলচ্চিত্রের গতি আসবে! এরপর সেই কমিটি সরকারের উচ্চপর্যায়ে যাওয়াসহ সুপারিশ অনুযায়ী কাজ করবে।’ অন্যদিকে, খোঁজ নিয়ে জানা যায়, ৮ ফেব্রুয়ারি সংগঠনগুলোর প্রধান ঘোষণা করা হলেও আলোচনার বাইরে তেমন একটা কাজ এগোয়নি। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে জটিলতা ও নির্বাচনকে কেন্দ্র করে জায়েদ খানকে অবাঞ্ছিত করা ছাড়া চলচ্চিত্রের উন্নয়নে কোনও পদক্ষেপ নিতে পারেনি এই মোর্চা। সংগঠনগুলোর প্রধান হওয়ার দুই মাস পর আলমগীর এবার নতুন কমিটির করার ঘোষণা দিলেন। যা গঠিত হবে আরও এক মাস পর। এদিকে প্রদর্শক সমিতির ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কাজী শোয়েব রশীদ, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল, জয়েন্ট সেক্রেটারি শরফুদ্দিন এলাহী স¤্রাট ও প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস। এছাড়া অতিথি হিসেবে আরও ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক শাহনূর, অভিনেত্রী অঞ্জনা, অভিনেতা ডি এ তায়েবসহ অনেকে।