November 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 23rd, 2023, 7:58 pm

চলচ্চিত্র প্রযোজকের বিরুদ্ধে ‘হত্যাচেষ্টা ও চাঁদাবাজির’ অভিযোগ এনে শাকিব খানের মামলা

চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে হত্যা চেষ্টা ও চাঁদাবাজির মামলা করেছেন ঢালিউড তারকা শাকিব খান।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আরাফাতুল রাকিবের আদালতে মামলাটি দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী তানভীর আহমেদ।

তানভীর বলেন, বাদীর জবানবন্দি রেকর্ডের পর আদালত রহমত উল্লাহকে আগামী ২৬ এপ্রিল আদালতে হাজির হওয়ার জন্য তলব করেছেন।

এর আগে রবিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে গিয়ে রহমত উল্লাহর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন শাকিব।

গত ১৫ মার্চ রহমত উল্লাহ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে ‘অপারেশন অগ্নিপথ’ ছবির সহ-প্রযোজক অস্ট্রেলিয়ার এক নারীকে যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগ এনে লিখিত অভিযোগ করেন।

—ইউএনবি