October 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 8th, 2024, 9:29 pm

চলতি অর্থবছরে রপ্তানির আয়ের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১২.৪০%: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, চলতি ২০২৪-২৫ অর্থবছরে রপ্তানির আয়ের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১২ দশমিক ৪০ শতাংশ ধরা হচ্ছে। একইসঙ্গে আমাদের লক্ষ্য রপ্তানি বহুমুখীকরণ করা।

তিনি বলেন, অবস্থার পরিপ্রেক্ষিতটা পরিবর্তন হয়েছে। এ কারণে এবার রপ্তানি আয় আগের থেকে কমবে না বরং বেশি হবে।

রবিবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ১৪৬তম বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের ৫৯তম পরিচালনা পর্ষদ সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, রপ্তানি নিয়ে কিছু তথ্যগত ইস্যু ছিল। এগুলো নিয়ে আলাপ করেছি। যারা যারা তথ্য সংগ্রহ করে, আমরা সবগুলো চালু রাখব। আমরা সবগুলো সমন্বয় করে সত্য চিত্র দেব। একেকজন একেক রকম তথ্য দেবে, সেটা হবে না। কিছুটা পার্থক্য থাকে, এটা স্বীকার করতে হবে। বিরাট অসঙ্গতি দূর করা হবে। রপ্তানির লক্ষ্যমাত্রা হবে যুক্তি সঙ্গত। বিভিন্ন কম্পোনেন্ট আছে রপ্তানির এগুলো দেখব। বিভিন্ন পণ্য আছে ওগুলো দেখব। রপ্তানিতে যেসব বাধা আছে সেগুলো রিভিউ করব।

এছাড়া রপ্তানি যেন ডাইভারসিফাইড (বহুমুখীকরণ) করা হয়, সেটা আমাদের লক্ষ্য বলে জানান বাণিজ্য উপদেষ্টা।

আমেরিকায় জিএসপি সুবিধা পাওয়া যাবে কি না- এমন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, জিএসপি সুবিধার জন্য এরই মধ্যে তাদের বলা হয়েছে। আমরা আবার চেষ্টা করব। আমরা আশা করি, সবদিক থেকে আমেরিকা আমাদের প্রতি ইতিবাচক দৃষ্টি রাখবে। অতএব জিএসপিটা পজেটিভ। এছাড়া রপ্তানির বিষয়ে আমরা অন্যদের সঙ্গে আলাপ করছি।

—–ইউএনবি