নিজস্ব প্রতিবেদক:
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি স্বামীসহ সৌদি আরবে ওমরাহ পালনে যান তিনি। তখনই ফাঁস হয় একটি অডিও। যেখানে প্রকাশ পায়, সদ্য সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের মাধ্যমে চরম হয়রানির শিকার হয়েছিলেন তিনি। অন্যদিকে, দেশে ফিরে মাহি যোগাযোগ বন্ধ করে দেন সবার সঙ্গে। তার ঘনিষ্ঠজনরা জানান, অডিওর সে ঘটনায় মানসিকভাবে বেশ বিপর্যস্ত তিনি। অন্যদিকে, গুঞ্জন ছড়ায়, শোবিজকে বিদায় জানাচ্ছেন ‘অগ্নি’খ্যাত এই চিত্রনায়িকা। মন দেবেন ধর্ম-কর্ম আর সংসারে। তবে সেসব গুঞ্জনের ইতি টানতে যাচ্ছেন এই নায়িকা। আবার ফিরছেন সিনেমায়। চলতি মাসেই ‘বুবুজান’র শুটিং করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন এর পরিচালক শামিম আহমেদ রনী। তিনি জানান, আগামী ২৭ ডিসেম্বর শুটিংয়ে ফিরছেন নায়িকা। এফডিসিতে সিনেমার শেষ ভাগের কাজে অংশ নেবেন তিনি। মাহির সঙ্গে কথা বলেই শুটিংয়ের তারিখ চূড়ান্ত করেছেন এই নির্মাতা। বিষয়টি নিয়ে কথা হয় ছবিটির প্রযোজক শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের সঙ্গে। তিনি বলেন, ‘চলতি মাসেই মাহির সিডিউল গত সোমবার ছিল। কিন্তু তিনি কাজে ফিরতে পারেননি। আগামী ২৭ ডিসেম্বর এফডিসিতে আমরা নতুন সিডিউলে কাজ শুরু করছি। সেদিন মাহি থাকবেন। একটানা শুটিংয়ে ছবির কাজ শেষ হবে।’ মাহি ছাড়াও এতে অংশ নেবেন শান্ত খান, শিবা শানুসহ বেশ ক’জন অভিনয়শিল্পী। এর আগে, ওমরাহ পালন শেষ করে দেশে ফেরার পর কথা ছিল নির্মাতা চয়নিকা চৌধুরীর ওয়েব ফিল্ম ‘কাগজের বউ’র শুটিংয়ে অংশ নেবেন মাহি। তবে সেটা তিনি করেননি। জানান, বেশ অসুস্থ। করবেন না ‘কাগজের বউ’ ছবির কাজ। তাই সেখানে যুক্ত হয়েছেন ঢালিউডের আরেক জনপ্রিয় নায়িকা পরীমণি।
আরও পড়ুন
অরুনা বিশ্বাসের মুখে ‘‘থুথু” দিলেন পরীমনি
একাত্তরে জন্ম নিলে এই শিল্পীরা রাজাকার হতো: ফারুকী
কিছু শিল্পীর আসল চেহারা প্রকাশ পেয়েছে: সাদিয়া আয়মান