অনলাইন ডেস্ক :
বরেণ্য অভিনেত্রী আনোয়ারার স্বামী মারা গেছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আনোয়ারার স্বামী মহিতুল ইসলাম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মহিতুল ইসলাম ও আনোয়ারা দম্পতির একমাত্র সন্তান রুমানা ইসলাম মুক্তি। বাবার মৃত্যুর খবর জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। এ অভিনেত্রী লিখেনÑ‘আমার বাবা ভোর ৩টা ১০ মিনিটে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আমার বাবা নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, তাহলে ওনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ যেন বাবাকে বেহেশত নসীব করেন।’ ২০১৭ সালে আনোয়ারার স্বামী মহিতুল ইসলাম স্ট্রোক করেন। তারপর থেকে এ সমস্যায় ভুগছিলেন তিনি। ব্যয়বহুল চিকৎসা হওয়ায় ওই বছরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনোয়ারাকে ৩০ লাখ টাকা অনুদান দেন। ষাটের দশকে ‘আজান’ চলচ্চিত্রে প্রথম নৃত্যশিল্পী হিসেবে কাজ করেন আনোয়ারা। যদিও তার এই চলচ্চিত্র মুক্তি পায়নি। এরপর বেশকিছু সিনেমায় সহশিল্পী হিসেবে অভিনয় করেন। ১৯৬৭ সালে উর্দু ভাষার ‘বালা’ সিনেমায় নায়িকা হিসেবে প্রথম অভিনয় করেন তিনি।
আরও পড়ুন
ভিসা সমস্যায় ভারতের সিনেমা থেকে সরে গেলেন ফারিণ
একইসঙ্গে দুই ওটিটিতে আসছে তুফান
এবার সরকারি বিজ্ঞাপনে সরব হলেন নিরব