October 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 16th, 2021, 6:56 pm

চলে গেলেন আ’লীগের বর্ষিয়ান নেতা মু‌ক্তি‌যোদ্ধা আফজল খান

ফাইল ছবি

কুমিল্লার আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও মু‌ক্তি‌যোদ্ধা অধ্যক্ষ আফজল খান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দুপুর ২ টা ৩০ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

বিষয়টি নিশ্চিত করে আফজল খানের বড় মেয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা জানান, দীর্ঘদিন বাধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় কুমিল্লা সিডিপ্যাথ হাসাপাতাল থেকে ঢাকার এক‌টি হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি মারা যান। প্রয়াত বাবার জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন আঞ্জুম সুলতানা সীমা।

আফজল খানের ছেলে এফবিসিসিআই এর পরিচালক মাসুদ পারফেজ খান ইমরান জানান, আগামীকাল বুধবার সকাল ১১টায় নিজ বাসভবন ঠাকুরপাড়া ও বাদ জোহর টাউন হল মা‌ঠে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হবে।

—ইউএনবি