অনলাইন ডেস্ক :
‘গুডফেলাস’ অভিনেতা পল সোরভিনো মারা গেছেন, তাঁর স্ত্রী ডি ডি সোরভিনো বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন পল। পল সোরভিনোর সহকারী নিল রজার বলছেন, ‘প্রাকৃতিক কারণেই ইন্ডিয়ানার বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। পল সোরভিনো গুডফেলাসে মবস্টার পাওলি সিসেরো চরিত্রে অভিনয় করেছিলেন। ’ স্ত্রী ডি ডি সরভিনো একটি বিবৃতিতে বলেছেন, ‘আমাদের হৃদয় ভেঙে গেছে, আর কখনও পল সোরভিনো হবে না, তিনি ছিলেন আমার জীবনের প্রেম, এবং পর্দা ও মঞ্চে সর্বকালের সেরা অভিনয়শিল্পীদের একজন। ’অস্কার বিজয়ী অভিনেত্রী মিরা সোরভিনো (অ্যাফ্রোডাইট দ্য মাইটি) এর বাবা পল সোরভিনো। তিনি বলেন, ‘আমাদের হৃদয় ভেঙে গেছে, আর কখনও পল সোরভিনো হবে না, তিনি ছিলেন আমার জীবনের ভালোবাসা এবং পর্দা ও মঞ্চে সর্বকালের সেরা অভিনয়শিল্পীদের একজন। তিনি বলেছিলেন। ’ মেয়ে আমান্ডা সরভিনোর লেখা একটি চলচ্চিত্রে পরিচালনা ও অভিনয় করেছেন পল। ওয়ারেন বিটির ‘রেডস’-এ একজন ইতালীয় আমেরিকান কমিউনিস্টের ভূমিকায়, অলিভার স্টোনের ‘নিক্সন’-এ হেনরি কিসিঞ্জার এবং ‘দ্য রকেটিয়ার’-এ মব বস এডি ভ্যালেন্টাইন চরিত্রে অভিনয় করেছিলেন পল সোরভিনো। চিত্রকলা ও অপেরায় তার বিশেষ আগ্রহ ছিল। পল সোরভিনো ১৯৩৯ সালে ব্রুকলিনে জন্মগ্রহণ করেন। সূত্র-বিবিসি
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ