December 3, 2023

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 16th, 2021, 7:16 pm

চলে গেলেন ‘গুলাবো সিতাবো’ সিনেমার অভিনেত্রী

অনলাইন ডেস্ক :

বলিউডের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে ফিল্মফেয়ার পুরস্কার-জয়ী অভিনেত্রী ফারুক জাফর আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। ‘গুলাবো সিতাবো’ ছবিতে তিনি অভিনয় করে পার্শ্ব চরিত্রে ফিল্মফেয়ার পুরস্কার পান তিনি। অভিনেত্রীর বড় মেয়ে মেহরু জাফর গণমাধ্যমকে জানান, তার মা অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। পরিস্থিতি বেশি নাজুক হলে গত ৪ অক্টোবর ফারুক জাফরকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন। অক্সিজেন নিতে পারছিলেন না। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় ১৫ অক্টোবর সন্ধ্যা ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৬৩ সালে ভারতীয় রেডিওতে রেডিও ঘোষক হিসেবে ক্যারিয়ার শুরু করেন ফারুক জাফর। তিনি ছিলেন ভারতের প্রথম রেডিও ঘোষক। ১৯৮১ সালে ক্ল্যাসিক ‘উমরাও জান’ দিয়ে পর্দায় অভিনয় শুরু করেন। সে ছবিতে রেখার মায়ের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। পরে তিনি কিছু টিভি শোতে অভিনয় করেন। ২০০৪ সালে শাহরুখের ‘স্বদেশ’ ছবিতেও অভিনয় করেছিলেন। ফারুক জাফরের অভিনীত অন্যান্য ছবিরর মধ্যে ছিল আমির খান প্রযোজিত ‘পিপলি লাইভ’ ও ‘সিক্রেট সুপারস্টার’। ‘ফটোগ্রাফ’ ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকীর দাদির চরিত্রেও অভিনয় করেন। সালমান খানের দাদির চরিত্রে ছিলেন ‘সুলতান’ ছবিতে। তার সর্বশেষ সিনেমা ‘গুলাবো সিতাবো’। সুজিত সরকার পরিচালিত ছবিটিতে অমিতাভ বচ্চনের স্ত্রী ফতিমা বেগমের চরিত্রে দেখা যায় তাকে।