কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে চাঁদপুরের কাছে মেঘনা নদীতে সিমেন্টবোঝাই ইশরাক নামে একটি ট্রলার ডুবে গেছে। বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ট্রলারের মাঝি মোজাম্মেল হোসেন জানান, মুন্সিগঞ্জের মোক্তারপুরে প্রিমিয়ার কোম্পানির কারখানা থেকে ৩১০০ বস্তা সিমেন্ট নিয়ে চাঁদপুর সদরের বাগড়াবাজার যাচ্ছিল ট্রলারটি।
ট্রলারটি মেঘনা নদীর বড়স্টেশন এলাকায় পৌঁছলে ঝড়ের কবলে পড়ে। মুহূর্তের মধ্যে ট্রলারটি ডুবে যায়। ট্রলারের স্টাফরা সাঁতরে অন্য নৌকার সাহায্যে কুলে উঠতে সক্ষম হয়।
এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুর রশিদ নিশ্চিত করেছেন।
প্রতিষ্ঠানের মালিক জহিরুল ইসলাম জানান, এ ঘটনায় তার প্রায় সাড়ে ১৬ লাখ টাকা ক্ষতি হয়েছে। এছাড়া ডুবে যাওয়া ট্রলার তো আছেই।
এদিকে, দুর্ঘটনার পর স্থানীয় ডুবুরি দিয়ে ট্রলারটি চিহ্নিত করা হয়েছে। তবে মেঘনায় প্রচণ্ড স্রোত ও গভীরতার কারণে এটি নদীর নিচ থেকে তুলে নিয়ে আসা অসম্ভব বলে জানিয়েছেন ডুবুরিদল ও সংশ্লিষ্টরা।
—ইউএনবি
আরও পড়ুন
গুলিস্তানে বিস্ফোরণ: চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু, সংখ্যা বেড়ে ২৫
এক হালি লেবুর দাম ১০০ টাকা!
সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণে আর্থিক তহবিলে টাকা জমলেও প্রদানের উদ্যোগ নেই