সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৪০টি গ্রামের মানুষ শনিবার থেকে পবিত্র রমজান মাসের রোজা রাখা শুরু করেছেন।
হাজীগঞ্জ সাদ্রা দরবার শরীফের দায়িত্বরত মাওলানা জাকারিয়া চৌধুরী জানান, মাজারের ভক্তরা ১৯২৮ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রমজান ও ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন। শুক্রবার রাতে ৪০টি গ্রামের ভক্তরা তারাবির নামাজ আদায় করেন। শনিবার ভোরে তারা সাহারি খেয়ে ভোর থেকে রোজ শুরু করেছেন।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে জেলার ফরিদগঞ্জ, মতলব উত্তর, কচুয়া ও শাহরাস্তি উপজেলার বাসিন্দারা রোজা পালন এবং ঈদ-উল ফিতর ও ঈদ-উল আজহা উদযাপন করে আসছেন।
সৌদি আরবে শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় শনিবার থেকে দেশটিতে অনুষ্ঠানিকভাবে রোজা শুরু হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
সাবেক সংসদ সদস্য নূরে আলম সিদ্দিকী আর নেই
পোশাক কারখানায় অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে বিজিএমইএর ৭ নির্দেশনা
পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলবে ৪ এপ্রিল