November 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 8th, 2024, 7:48 pm

চাঁদপুরে জেলিযুক্ত ৯ মণ চিংড়ি জব্দ

চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার এলাকা থেকে ৩ হাজার ৩৬০ কেজি (৯ মণ) জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) উপজেলা মৎস্য দপ্তর ও কোস্টগার্ডের যৌথ অভিযান পরিচালনায় এসব চিংড়ি জব্দ করা হয়।

পরে এসব চিংড়ি মাটিচাপা দিয়ে বিনষ্ট করা হয়েছে।

চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম জানান, শহরের ওয়ারলেস বাজারে যৌথ অভিযান চালিয়ে ৩ হাজার ৩৬০ কেজি (৯ মণ) জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। তবে এসময় কাউকে আটক করা যায়নি। পরে এসব চিংড়ি কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার এম শফিকুল ইসলামসহ কোস্টগার্ড সদস্যরা।

—-ইউএনবি