October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 14th, 2021, 8:55 pm

চাঁদপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, নিহত ৩

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

কুমিল্লায় একটি খবর ছড়ানোর পর চাঁদপুর, নোয়াখালী, সিলেট, গাজীপুরসহ বিভিন্ন জেলায় কিছু উপাসনালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর মধ্যে চাঁদপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণহানির খবরও মিলেছে। চাঁদপুরের স্থানীয় সূত্র জানায়, গত বুধবার রাত সোয়া ৮টার দিকে জেলার হাজীগঞ্জ পৌর এলাকায় মিছিল বের করা হয়। ‘তৌহিদি জনতা’র ব্যানারের ওই মিছিল থেকে একটি উপাসনালয়ে ঢিল ছোঁড়া হয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় মিছিলকারীরা। তখন পুলিশ গুলি ছোড়ে। এতে তিনজনের প্রাণহানি হয়। আহত হন পুলিশ সদস্যসহ বেশকিছু মানুষ। হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, নিহত তিনজনের লাশ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও হামলা ভাঙচুরের খবর: কুমিল্লার ঘটনার জেরে চট্টগ্রামের বাঁশখালী ও কর্ণফুলী উপজেলা, কক্সবাজারের পেকুয়া, মৌলভীবাজারের কমলগঞ্জ ও কুলাউড়া, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, নোয়াখালীর হাতিয়া, গাজীপুর এবং সিলেটেও উপাসনালয়ে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে।