September 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 5th, 2023, 3:50 pm

চাঁদপুরে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব পেল ৩৪৮ শিক্ষার্থী

চাঁদপুরের হাজীগঞ্জে ৫৮ শিক্ষা প্রতিষ্ঠানের ৩৪৮ জন শিক্ষার্থী পেয়েছে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি করে ট্যাবলেট কম্পিউটার (ট্যাব)।

মঙ্গলবার হাজীগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে ট্যাব বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম)।

তিনি বলেন, এরাইতো গড়বে প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন শাহরাস্তি উপজেলার পরিসংখ্যান কর্মকর্তা মো. খলিলুর রহমান।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাবগুলো মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ব্যবহারের জন্য এই ট্যাবগুলো দেওয়া হয়েছে।

পরে ৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৪৮ জন শিক্ষার্থীর হাতে ট্যাব তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, হাজীগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবু সাঈদ চৌধুরী, একাডেমিক সুপার ভাইজার সূনীর্মল দেউড়ি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বিদ্যালয় শিক্ষকদের মধ্যে বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন ও শিক্ষার্থীর মধ্যে আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল নাঈম।

—-ইউএনবি