November 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 24th, 2024, 12:39 pm

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় শনিবার বিকালে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে এক সৌদি প্রবাসী নিহত ও ২ জন আহত হয়েছেন।

নিহত নুরুল ইসলাম উপজেলার ফতেহপুর পশ্চিম ইউনিয়নের মৃত সহিদ উল্লাহ প্রধানের ছেলে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, চাঁদপুরগামী সিএনজি অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রবাসী নুরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান এবং অপর ২ জন আহত হন।

আহত মফিজুল ইসলাম (৩০) ও মো. আলী আকবরকে (৫৫) চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি জব্দ করলেও এর চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।

—–ইউএনবি