September 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 4th, 2023, 7:51 pm

চাঁপাইনবাগঞ্জে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার: র‍্যাব

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার পুকুরিয়া পেট্রোল পাম্প মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তার সেলিম রেজা বাবু শিবগঞ্জ উপজেলার ছোট হাদিনগর এলাকার আকবর আলীর ছেলে।

র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

র‌্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল সোমবার রাত সোয়া ৮টার দিকে পুকুরিয়া পেট্রোল পাম্প মোড় এলাকায় অভিযান চালিয়ে সেলিম রেজা বাবুকে গ্রেপ্তার করে।

র‍্যাব আরও জানায়, সে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

—-ইউএনবি