September 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 17th, 2022, 8:36 pm

চাঁপাইনবাবগঞ্জে এক ভারতীয় নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় এক ভারতীয় নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম বৃহস্পতিবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামি মিলন সিংহ (৩৭) ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার বৈষ্ণবনগর থানার সুকদেবপুর গ্রামের মৃত রতন সিংহের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটার (এপিপি) এ্যডভোকেট আন্জুমান আরা বেগম জানান, ২০১৮ সালের ৩১ জানুয়ারি বিকালে জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউপির কাপিটোলা এলাকা থেকে সাতটি পিস্তল, ৪৭ রাউন্ড গুলি ও ১৪টি ম্যাগজিনসহ মিলন সিংহকে আটক করে র‌্যাবের একটি দল। এ ঘটনায় ওইদিন র‌্যাবের উপপরিদর্শক গোলাম সারোয়ার বাদি হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন।

মামলার তদন্তকারি কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান মিলন সিংহকে অভিযুক্ত করে ওই বছরের ১ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালত এই রায় দেন।

—ইউএনবি