November 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 5th, 2021, 7:37 pm

চাঁপাইনবাবগঞ্জে গরুর খামারে ডাকাতি : ৬ পুলিশ প্রত্যাহার

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি গরুর খামারে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে গোমস্তাপুর থানার ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার রাতে জেলা পুলিশ সুপার আব্দুর রকিবের নির্দেশে তাদের পুলিশ লাইনে ক্লোজ করা হয়।

প্রত্যাহার হওয়াদের মধ্যে একজন পুলিশ পরিদর্শক (এসআই ),দু’জন সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) ও তিন জন কনস্টেবল রয়েছেন।

উল্লেখ্য, উপজেলার জিনারপুর এলাকায় শুক্রবার রাত দেড়টার দিকে একদল ডাকাত পুলিশ পরিচয়ে একটি গরুর খামারে প্রবেশ করে। এরপর তারা খামার মালিক আশরাফুল ইসলাম ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে খামারে থাকা ১৫ গরু নিয়ে যায়। এ ঘটনায় ৯৯৯-এ ফোন দেয়ার তিন ঘণ্টা পর শনিবার ভোর ৫টার দিকে ওই এলাকায় টহল দেয়া গোমস্তাপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে।

খবর পেয়ে শনিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার(গোমস্তাপুর সার্কেল) শামসুল আজম ও গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেন।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, এ ঘটনায় খামার মালিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। সন্দেহভাজন চার জনকে আটক করেছে পুলিশ।

—ইউএনবি