চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলি ও অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহত দু’জনই অটোরিকশার যাত্রী ছিলেন।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিবগঞ্জ কানসাট-গোমস্তাপুর সড়কের পুসকুনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বারিক বাজার এলাকার ইসমত আলীর স্ত্রী খলেস বেগম (৭০) ও অপরজন আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তি।যার পরিচয়
তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, কানসাট থেকে ছেড়ে যাওয়া ট্রলির সঙ্গে সকাল সাড়ে ১০টার দিকে পুসকুনি এলাকায় গোমস্তাপুর থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
—-ইউএনবি
আরও পড়ুন
৭ জানুয়ারির নির্বাচন: ৭৩১টি মনোনয়নপত্র বাতিল, ১৯৮৫টি গৃহীত
সরকারি হাসপাতালের ও পাবলিক টয়লেটগুলোর বেহাল দশা
রোহিঙ্গা সংকট মোকাবিলায় বিশ্বব্যাংক-এডিবির ঋণ নয়, অনুদান চাই: টিআইবি