September 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 3rd, 2023, 8:08 pm

চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতে নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জের সদর, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় পৃথক বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টার মধ্যে এই বজ্রপাতের ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জামতলা এলাকায় ধানের জমিতে কাজ করার সময় সকালে বজ্রপাতে মারা যান ভোলাহাট উপজেলার বাসিন্দা ও কৃষক ওমর আলী(৫২)। অন্যদিকে সকালে গোমস্তাপুর উপজেলার প্রসাদপুর এলাকায় নিজ বাড়িতে বারান্দায় বসে থাকার সময় বজ্রপাতে শরিফুল ইসলাম(৩৫) গুরুতর আহত হন। স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের মুশরিভুজা এলাকায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান আনোয়ার হোসেন (৬০) নামে আরও এক কৃষক।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ও ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সেলিম রেজা এসব তথ্য নিশ্চিত করেছেন।

—ইউএনবি