September 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 2nd, 2024, 7:57 pm

চাঁপাইনবাবগঞ্জে ৩০৫ বোতল ফেনসিডিল জব্দ, যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ফেনসিডিল বহনের অভিযোগে শাহিন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩০৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে র‍্যাব।

সোমবার (১ জুলাই) রাতে উপজেলার শক্রবাড়ি গরিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৫।

গ্রেপ্তার শাহিন (২০) নীলফামারীর ডোমার উপজেলার সুধুর আড্ডা আন্ধারের মোড় এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (২ জুলাই) সকালে র‍্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাদকের একটি বড় চালান কানসাট-গোমস্তাপুর সড়ক দিকে পাচার করা হবে- এমন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের একটি দল সোমবার রাত সাড়ে ১০টার দিকে ওই সড়কের শক্রবাড়ি গরিয়া বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি অটোরিকশা থামিয়ে যাত্রী শাহিনের তল্লাশি চালানো হয়। তখন তার কাছ থেকে ৩০৫ বোতল ফেনসিলি জব্দ করা হয়।

র‍্যাব জানায়, শাহিন দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত। এ ঘটনায় গোমস্তাপর থানায় মামলা দায়ের করা হয়েছে।

—–ইউএনবি